শমসের মোবিনকে প্রত্যাহার ও কাহের শামীমকে বহিষ্কার দাবি সদর বিএনপি নেতাদের
নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলা বিএনপির নেতারা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরীকে সিলেটের দাযিত্ব থেকে প্রত্যাহার করতে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন।
সোমবার ১০ ফেব্রুয়ারি সিলেট মহানগরীর মিরাবাজারে একটি অভিজাত হোটেলে আহুত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
এ সময় সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে 'পকেট' কমিটি আখ্যায়িত করা হয়।
তারা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল কাহের শামীমকে অনুপ্রবেশকারী আখ্যায়িত করে তাকে বহিষ্কারের দাবিও জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদর উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক একেএম তারেক কালাম বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে ব্যক্তি বিশেষের ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্টতা নেই-এমন ব্যক্তিদেরকে কমিটিতে রাখা হয়েছে।
তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির কাউন্সিলকে সামনে রেখে শমেসর মোবিন চৌধুরীকে সিলেটের সাংগঠনিক দ্বায়িত্ব দেয়া হয়েছে; কিন্তু তিনি তৃণমূলের মতামত অগ্রাহ্য করে 'পকেট' কমিটি ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সোনা মিয়া, যুগ্ম সম্পাদক সরওয়ার আহমদ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদ, সহ সভাপতি কলমদর আলী, মুহিবুর রহমান, আজম আলী, বশির মিয়া, আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়রের আশ্বাস : বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সংবাদ সম্মেলন চলাকালে সেখানে উপস্থিত হয়ে নেতাকর্মীদের কঠোর কোন সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানান।
মেয়র জানান, তিনি ঢাকায় যাচ্ছেন। সর্বশেষ অবস্থা নিয়ে কেন্দ্রে আলাপ করে একটি সুন্দর সমাধান নিয়ে আসার চেষ্টা করবেন।
No comments:
Post a Comment