শমসের মোবিন চৌধুরীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল ॥ সিলেট থেকে প্রত্যাহারের দাবি তৃণমূলের
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরীর বিরুদ্ধে সিলেটে তৃণমূল বিএনপি নামে বিএনপির একটি অংশ ঝাড়ু মিছিল করেছে।
রবিবার ৯ ফেব্রুয়ারি বিকেল ৪টায় মহানগরীর সিটি পয়েন্ট থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের শেষপর্যায়ে মিছিলকারীরা শমসের মোবিন চৌধুরীর ছবিতে ঝাড়ু ও জুতা পেটা করে।
সিলেট সদর উপজেলা বিএনপির নতুন কমিটি নিয়ে বিরোধের জের ধরে এই ঝাড়ু মিছিল বের করা হয়।
এর আগে সিটি পয়েন্টে সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেক কালামের পরিচালনায় এক সমাবেশে বক্তারা বলেন, জাসদ থেকে বিএনপিতে যোগদানকারী আবুল কাহের শামীমের খপ্পরে পড়েছেন শমসের মোবিন চৌধুরী। তিনি দলের দুর্দিনের পরীক্ষিত ও মামলা-হামলায় জর্জরিত নেতাকর্মীদের বাদ দিয়ে দলছুট ও সিলেট সদরের বাসিন্দা নয় এমন ব্যক্তিদের সমন্বয়ে পকেট কমিটি গঠন করে দলকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন, যা আসন্ন উপজেলা নির্বাচনসহ চলমান সরকার বিরোধী আন্দোলনে নেতিবাচক প্রভাব পড়বে।
No comments:
Post a Comment