দুই জোটের একাধিক প্রার্থী কানাইঘাটে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ

Saturday, February 15, 2014

আমাদের সিলেট ডটকম:

নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফা তফসিল ঘোষণার পর থেকে এখানকার সম্ভাব্য প্রার্থীরা ভোটযুদ্ধের প্রস’তি নিতে শুর্ব করলেও গত বৃহস্পতিবার ৪র্থ দফা তফসীলে সিলেটের কানাইঘাট উপজেলার নাম ঘোষণা করার সাথে সাথে সর্বশক্তি নিয়ে ভোটারদের মাঝে ঝাপিয়ে পড়েছেন প্রার্থীরা। ফলে ডজন খানেক চেয়াম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পদচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। পাড়া মহল্লা, হোটেল- রেস্তোরা, বিভিন্ন প্রতিষ্ঠান, হাট বাজারসহ সর্বত্র বইতে শুর্ব করেছে নির্বাচনী হাওয়া।

গত ৫ জানুয়ারী হয়ে যাওয়া জাতীয় নির্বাচনে দেশের ১৫৩ টি নির্বাচনী আসনের ন্যায় পছন্দের প্রার্থী নির্বাচন করার সুযোগ না পাওয়ার আক্ষেপ এ জনপদের ভোটারদের মাঝে পরিলক্ষিত হলেও স’ানীয় উপজেলা পরিষদ নির্বাচনে যেন কোনো রকমের আগ্রহের কমতি নেই তাদের। নিজের মূল্যবান ভোটটি কার বাক্সে রাখবেন এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ ও যাচাই বাছাই। অনেকে আবার নিজের পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট টানতে প্রার্থীর পাশে থেকে নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন।

এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী দিতে এবং নিজ দলের প্রার্থীকে জিতিয়ে আনতে প্রধান দুই রাজনৈতিক জোটের হাই কমান্ড থেকে কঠোর নির্দেশনা থাকলেও কানাইঘাটে আ’লীগ, বিএনপি ও জামায়াতের একাধিক প্রার্থী মাঠে তৎপর রয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী, চট্রগাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সিলেটের দক্ষিণ সুরমা জামায়াতের সহ সেক্রেটারী মুহাম্মদ আব্দুর রহিম, কানাইঘাট উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট শিল্পপতি নিজাম উদ্দিন আল-মিজান, সিলেট জেলা আ’লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, কানাইঘাট উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক লুকমান আহমদ, জেলা জামায়াত নেতা ফয়জুল্লাহ বাহার, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক মামুন রশিদ মামুন ও কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. মুফতি ইবাদুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা বদর্বজ্জামান ইকবাল, কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, জমিয়ত নেতা মাও. আলিম উদ্দিন, বিএনপি নেতা সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রানা, বিএনপি নেতা আজিজুল আম্বিয়া। ভাইস চেয়ারম্যান ( মহিলা) পদে রয়েছেন মহিলা জামায়াত কর্মী মরিয়ম বেগম ও প্রভাতী রানী দাস।

সরজমিন ঘুরে ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বিগত দিনে এখানকার স’ানীয় নির্বাচনগুলোতে জাতীয় নির্বাচনের মত তেমন রাজনৈতিক প্রভাব পড়েনি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও এর ব্যত্যয় ঘটবেনা। ফলে প্রার্থী বিজয়ী হওয়ার ক্ষেত্রে আঞ্চলিকতাই বড় ফেক্টর হতে পারে। আর এ বিবেচনায় ভোটের হিসাবে দক্ষিণ কানাইঘাটের প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে রয়েছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License