বিশ্বনাথের প্রবীণ শিক্ষক আব্দুল হকের ইন্তেকাল

Friday, February 14, 2014

আমাদের সিলেট ডটকম:

বিশ্বনাথ উপজেলা সদরস’ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল হক আর নেই।

তিনি বৃহস্পতিবার রাত ৮টায় সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ১মেয়েসহ আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল শুক্রবার বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে সকাল ১১ টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের আত্মীয় হাফিজ মোহাম্মদ সারোয়ার হোসেন জুয়েল। দোয়া পরিচালনা করেন মাওলানা জমিরুল হক। পরে ওই প্রবীণ শিক্ষকের জন্মভূমি ওসমানীনগর থানার খাশিকাপন গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপসি’ত ছিলেন।

বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে জানাজার নামাজে উপসি’ত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নিজামউদ্দিন সিদ্দিকী, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মিছবাহ উদ্দিন, মাষ্ঠার ইমাদ উদ্দিন, আবুল বসর, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা নিজামউদ্দিন, প্রবীণ মুরব্বী আব্দুল হান্নান, সিরাজ আলী, গৌছ আলী, আব্দুল হক, ব্যবসায়ী মাহবুবুর রহমান লিলু প্রমুখ।

এদিকে, প্রবীণ শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ শহিদুর রহমান, কার্যকরী কমিটির সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রয়ঞ্জয় বৈদ্য অপু, মোহাম্মদ আলী শিপন, অসিত রঞ্জন দেব, সদস্য আবদুস সালাম মুন্না, নূরউদ্দিন, জামাল মিয়া, রফিকুল ইসলাম কামাল, আবুল কাশেম।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License