কুলাউড়ায় শওকতুল ইসলাম শকু ও বদরুজ্জামান সজল ১৯ দলীয় জোটের প্রার্থী নয়’

Sunday, February 9, 2014

আমাদের সিলেট ডটকম:


রোববার দুপুরে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপাধ্যক্ষ আব্দুল হান্নানের নির্বাচনী কার্যালয়ে কুলাউড়া ১৯ দলীয় জোটের সভা অনুষ্ঠিত হয়। জোটের আহবায়ক, উপজেলা বিএনপির সভাপতি পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদের সভাপতিত্ব করেন।


সভায় বেআইনীভাবে একজন চেয়ারম্যান প্রার্থী শওকতুল ইসলাম শকু এবং ভাইস চেয়াম্যান প্রার্থী বদরুজ্জামান সজল জোটের নাম ব্যবহার করায় তীব্র নিন্দা জানিয়ে দ্ব্যর্থহীন ভাবে ঘোষনা করা হয় যে, শওকতুল ইসলাম শকু ও বদরুজ্জামান সজল কুলাউড়া ১৯ দলীয় জোটের প্রার্থী নয়। সভায় সংশ্লিষ্টদের জোটের নাম ব্যবহার না করার জন্য অনুরোধ জানিয়ে জনগণকে এহেন অপপ্রচার প্রতিরোধ করার আহবান জানানো হয়। সভায় জোটের চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা উপাধ্যক্ষ আব্দুল হান্নান এবং ভাইস চেয়ারম্যান র্প্র্থাী জামায়াত নেতা রাজানুর রহিম ইফতেখারকে বিজয়ী করার জন্য সর্বশক্তি নিয়োগের আহবান জানানো হয়।


সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৯ দলীয় জোটের কেন্দ্রীয় নেতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল। মোবাইল ফোনে সমর্থন জানান ১৯ দলীয় জোটের কেন্দ্রীয় নেতা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান।


সভায় উপস্থিত ছিলেন কারা নির্যাতিত কেন্দ্রীয় বিএনপি নেতা এডভোকেট এএনএম আবেদ রাজা, জোটের সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুল বারী মাস্টার, উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপাধ্যক্ষ আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ মজিদ, সিলেট জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আসলাম রহমানী, উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক নেছার আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি রওশন খান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জয়নাল আবদীন খান, বিএনপি নেতা আলী ত্বকী খান প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License