ফেঞ্চুগঞ্জে নাগরিক সমস্যা সমাধানের দাবিতে উন্নয়ন পরিষদের উদ্যাগে মানববন্ধন

Wednesday, February 12, 2014

ফেঞ্চুগঞ্জে নাগরিক সমস্যা সমাধানের দাবিতে উন্নয়ন পরিষদের উদ্যাগে মানববন্ধন


altফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নাগরিক সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জ উন্নয়ন পরিষদ নামের একটি সামাজিক সংগঠন বুধবার ১২ ফেব্রুয়ারি উপজেলা সদরের ওসমানী সড়কে বিকাল সাড়ে ৩টা থেকে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলার বিভিন্ন সড়কে রিক্সা ভাড়া নির্ধারণ ও ফেঞ্চুগঞ্জ বাজারকে যানমুক্ত রাখার দাবি জানিয়ে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম আহমদ নীহার, ছাত্রদলের আহবায়ক ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, আইনজীবী আবুল লেইছ, আইনজীবী মুনামুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য ডালিম আহমদ, ব্যবসায়ী রফিক উদ্দীন, মিজান আহমদ, মহফুর আহমদ, আবু সাঈদ ইউসুফ, প্রজন্ম-৭১ আহবায়ক এনায়েত হোসেন রুহেল, ফেঞ্চুগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি এস. এ চৌধুরী, নাট্যকর্মী জুবেল আহমদ সেলিম, সৈয়দ আকতার আহমদ ময়না, সমাজকর্মী সৈয়দ আলম, মোজাব্বির আলী শাহ, ফেঞ্চুগঞ্জ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আর. কে দাশ চয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাসেল প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License