‘সুবিধাবাদী ও দলছুটদের’ নিয়ে সদর উপজেলা বিএনপি কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Thursday, February 13, 2014

আমাদের সিলেট ডটকম:

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি জননেতা এম ইলিয়াস আলীর হাতে গড়া কমিটি ভেঙ্গে ‘সুবিধাবাদী ও দলছুট’ দের নিয়ে পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে সিলেট সদর উপজেলা বিএনপি এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

উপজেলা বিএনপির সভাপতি, তাঁতী দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি শাহজামাল নূরুল হুদার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তারেক কালাম এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শহিদ আহমদ চেয়ারম্যান, সহ-সভাপতি ও খাদিম নগর ইউনিয়ন সভাপতি হাজী কলন্দর আলী, হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জমির উদ্দিন চেয়ারম্যান, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মেম্বার, টুলটিকর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মুহিবুর রহমান, মোগলগাও ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিন মেম্বার, কান্দিগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আজম আলী মেম্বার, টুকের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী হেলাল উদ্দিন, সহ সভাপতি হাজী শাহজাহান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আইয়ুব আলী সজিব, আব্দুর রহমান, তেরা মিয়া মেম্বার, আক্রম আলী মাসুক, হাজী বাদশা মিয়া, আব্দুর রহিম খান, এম এ রহিম, জমির উদ্দিন মেম্বার, আলী আহমদ, জাহেদ আহমদ, এনাম হোসেন মেম্বার, জেলা যুবদল নেতা জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, আব্দুল খালিক, হাবীব আহমদ হাবিব, ফারুক মিয়া, আঙ্গুর আলম, চান মিয়া বাচ্চু, বিএনপি নেতা এনাম হোসেন মেম্বার, শফিক মেম্বার, শাহাব উদ্দিন শাবু, মকবুল আলী, গিয়াস উদ্দিন, মাছুম আলী, সালেক আহমদ, রাজা আহমদ, রাজু আহমদ, শহীদ আহমদ, বশির আহমদ, মাওলানা মইনুল ইসলাম রাজা, কবির খান, গোলাম কিবরিয়াহ, ছাত্রদল নেতা শামীম আহমদ, উসমান হারুন পনির, সাজ্জাদ আহমদ শাহীন, এসকে শাহিন, শুভ্র ঘোষ, তারেক আহমদ, মোহাম্মদ আলী, এহতেশামুল বদর, স্বেচ্ছাসেবকদল নেতা এস.এম আব্দুল¬াহ আল মামুন, গোলাম মোস্তফা সুমন, আশিকুর রহমান আশিক, দিলোয়ার হোসেন প্রমুখ।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, জাসদ থেকে বিএনপিতে যোগদানকারী আবুল কাহের শামীমের খপ্পড়ে পড়ে শমসের মুবীন চৌধুরী দলের দূর্দিনের পরীক্ষিত ও মামলা হামলায় জর্জরিত নেতাকর্মীদের বাদ দিয়ে বসন্তের কোকিল দলছুট ও সদরের বাসিন্দা নয় এমন ব্যক্তিদের সমন্বয়ে পকেট কমিটি গঠন করে দলকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন। এর ফলে আসন্ন উপজেলা নির্বাচনসহ সরকার বিরোধী আন্দোলনে নেতিবাচক প্রভাব পড়তে পারে উলে­খ করে দায়িত্বপালনে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হওয়ায় শমসের মুবীন চৌধুরীকে সিলেটের দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানান। একইসাথে দলকে রক্ষা করার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।-বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License