বাংলাদেশ বিমানে পাওয়া যাচ্ছে ব্রিটিশ বাংলাদেশী প্রকাশনা 'হুজহু' ॥ আনন্দিত যাত্রীরা
ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির অন্যতম গণমাধ্যম বাংলা মিরর গ্রুপ প্রকাশিত 'ব্রিটিশ বাংলাদেশী হুজহু' এখন বাংলাদেশ বিমানে পাওয়া যাচ্ছে।
শুক্রবার ৭ ফেব্রুয়ারি থেকে প্রকাশনাটি বিমানে বসে পড়তে পেরে বেশ আনন্দিত যাত্রীরা। তারা মনে করেন, এতে আকাশপথের দীর্ঘ যাত্রায় ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির সফল ব্যক্তিদের জীবন ও কর্ম সম্পর্কে ধারণা পাওয়া যাবে, যা থেকে প্রতিটি মানুষ অনুপ্রাণিত হতে পারেন।
যাত্রীদের জন্য এই প্রকাশনা পড়ার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ বিমানের উর্ধ্বতন কর্তৃপক্ষও বেশ সন্তুষ্ট বলে এই জাতীয় প্রতিষ্ঠানটির ইউকে কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিশতী জানিয়েছেন।
ইতোপূর্বে এক সংবাদ সম্মেলনে 'ব্রিটিশ বাংলাদেশী হুজহু' সম্পাদক ব্যারিস্টার শাহাদাত করিম বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের লন্ডন-ঢাকা-সিলেট পথের আন্তর্জাতিক সব ফ্লাইটে এই অনন্য প্রকাশনাটি অন্তর্ভুক্তির কথা জানিয়েছিলেন।
'ব্রিটিশ বাংলাদেশী হুজহু' যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অবদান ও উৎকর্ষের বিবরণ নিয়ে ছয় বছর ধরে প্রকাশিত হচ্ছে। বাংলাদেশ বিমান এবারই প্রথমবারের মতো বেসরকারি প্রকাশনা তাদের যাত্রীদের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়।
No comments:
Post a Comment