নানা কর্মসূচিতে বিশ্ব বেতার দিবস উদযাপিত ॥ বিশেষ অনুষ্ঠান প্রচার করছে সিলেট বেতার
নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব বেতার দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র বর্ণাঢ্য শোভাযাত্রা, বেতারকর্মী সমাবেশ ও বিশেষ অনুষ্ঠান প্রচারের কর্মসূচি গ্রহণ করে।
সকাল ১০টায় মহানগরীর মিরের ময়দানে বেতার ভবন থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নজরুল চত্বর ঘুরে আবার বেতার ভবনে ফিরে যায়।
শোভাযাত্রা শেষে বেতার ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বেতার কর্মী সমাবেশ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আ ন ম শফিকুল হক, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মির শাহ আলম।
বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র প্রতিবেদন, বিশেষ সংগীতানুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি প্রচার করছে।
চলমান ছবিতে ক্লিক করে ভিডিওচিত্র দেখুন।
No comments:
Post a Comment