আমাদের সিলেট ডটকম:
সিলেটে উপজেলা নির্বাচনে দলের মনোনিত প্রার্থীর বিপরীতে সিদ্ধান্ত না নেওয়ার আহবান সিলেটের শীর্ষ নেতাদের। পাশাপাশি যারা দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে আওয়ামী লীগের হাইকমান্ড। নির্বাচনের আগেই তাদেরকে দল থেকে বহিস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা।
দলীয় সূত্র জানায়, শুধু প্রার্থী নয়, বিদ্রোহী প্রার্থীদের সাথে যেসব নেতাকর্মীরা কাজ করবেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে হাইকমান্ড। কেন্দ্রের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগও। এমন আভাস পাওয়া গেছে জেলার নেতাদের কাছ থেকে। এছাড়া বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার করার বিষয়টি মঙ্গলবার সিলেট জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী প্রেরিত এক বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর বিবৃতির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় – দলের সিদ্ধান্ত না মেনে যেসব নেতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিস্কার করা হবে। দলীয় সমর্থন প্রাপ্তদের বাইরে কেউ নিজেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দাবি করলে তা বরদাশত করা হবে না। যারা দলের সিদ্ধান- না মেনে প্রার্থী হয়েছেন তাদের সাথে দলের কোন সম্পর্ক নেই। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করার দায়ে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে।
নেতৃবৃন্দ সকল উপজেলায় দলের মনোনীত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সিলেটে দলীয় সমর্থন পাওয়া আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- গোলাপগঞ্জে চেয়ারম্যান পদে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে শরফ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজিরা বেগম শীলা।
জকিগঞ্জে চেয়ারম্যান পদে লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে মোস্তাকিম হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাজনা সুলতানা চৌধুরী।
বিশ্বনাথে চেয়ারম্যান পদে ফিরোজ খান পংকি, ভাইস চেয়ারম্যান পদে আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন রহমান চৌধুরী তানিয়া।
জৈন্তাপুরে চেয়ারম্যান পদে মোহাম্মদ আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়মতি রানী।
গোয়াইনঘাটে চেয়ারম্যান পদে লুৎফুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফিয়া বেগম।
ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান পদে আব্দুল বাছিত টুটুল, ভাইস চেয়ারম্যান পদে জয়নাল আবেদীন খান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম শ্যামা।
বালাগঞ্জে চেয়ারম্যান পদে মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান পদে ঝলক পাল।
দক্ষিণ সুরমায় চেয়ারম্যান পদে আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান পদে বদরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে লায়লা আলকাছ।
কোম্পানীগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে হুমায়ুন কবির মছব্বির, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রমা রানী দাশ।
উপজেলা নির্বাচন বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে হার্ডলাইনে আওয়ামী লীগ!
Wednesday, February 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment