আমাদের সিলেট ডটকম
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিলেট ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
শনিবার সকালে মন্ত্রীর নিজ বাসভবন নগরীর ধোপাদিঘিরপাড়স’ হাফিজ কমপ্লেক্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী এলজিইডি, পিডিবি, আরইবি এর চলমান কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয় খোজ-খবর নেন। অর্থমন্ত্রী সামপ্রতিক সময়ে সিলেট নগরী ও নগরীর বাইরে বিদ্যুৎ লোডশেডিং না থাকা ও পিডিবি ও আরইবি’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
অর্থমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশার পূরণ,শান্তি ও সেবা প্রদান করাই আমাদের সরকারের মূল লক্ষ্য। বিদ্যুতের উন্নয়নে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। এটা যাতে কোনভাবে কোনভাবে ব্যাহত না হয় সেদিকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
মন্ত্রী একই সঙ্গে সিলেট সদর উপজেলার যেসব এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়নি সেসব এলাকায় আগামী জুন মাসের মধ্যে যাতে কমপক্ষে ৯০ভাগ এলাকা সংযোগের আওতায় আসে সে ব্যাপারে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। মন্ত্রী সিলেট নগরী ও নগরীর বাইরের জরাজীর্ণ বিদ্যুৎ লাইনগুলো আগামী ১মাসের মধ্যে জর্বরী ভিত্তিতে সংস্কার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বৈঠকে অর্থমন্ত্রী এলজিইডি’র তত্ত্বাবধানে পরিচালিত সিলেট নগরীর বাইরে সদর উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পের ব্যাপারে অবহিত করা হয়। তিনি চলমান প্রকল্পগুলোকে দ্রুত সম্পন্ন এবং বর্তমান সময়ে এলজিইডি এর অধীনস’ ভেঙ্গে যাওয়া রাস্তাগুলো আগামী জুন মাসের মধ্যে সংস্কার করার জন্য নির্দেশ দেন।
সভায় অর্থমন্ত্রী সিলেট সদর উপজেলায় নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগারের পার্শ্ববর্তী এলাকায় সিঙ্গারখাল নদীর তীরে সৌন্দর্য বর্ধন উন্মুক্ত ও স্বাস’্যকর পরিবেশে মানুষ চলাফেলার করার সুযোগ করে দিতে ওয়াকওয়ে নির্মাণের আগ্রহ প্রকাশ করেন। এ লক্ষে তিনি সরেজমিন এলাকা ঘুরে একটি পরিকল্পনা তৈরীর জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ প্রদান করেন।
বৈঠকে উপসি’ত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, এলজিইডি’র প্রকল্প পরিচালক পিকে চৌধুরী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার এস কে নুর্বল আফসার, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার অমর আলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. সোনা উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) আবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) নজর্বল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-৩) উজ্জল কুমার মোহন-, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-২ এর সাবেক পরিচালক বদর্বজ্জামান এনাম প্রমুখ।
এদিকে, বিকেলে মন্ত্রীকে নগরীর পাঠানপাড়া জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক তমাল কানি- দেব। সিনিয়র শিক্ষক অরবিন্দু ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন, রেড ক্রিসেন্ট সিলেট শাখার সেক্রেটারী আব্দুর রহমান জামিল, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আজমল খান, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মালেক, শিক্ষানুরাগী ও সমাজসেবী শমসের সিরাজ সুহেল, ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক নিজাম উদ্দিন, এডভোকেট বিপ্লব কানি- দে প্রমুখ।
এলজিইডি ও বিদ্যুৎ বিভাগের সাথে অর্থমন্ত্রীর বৈঠক- বাদাঘাট সিঙ্গারখাল নদীর তীরে ওয়াকওয়ে নির্মিত হবে
Saturday, February 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment