বরিশালের আগৈলঝাড়ায় একসাথে ৪ হাজার দুস্থ শিক্ষার্থীর জন্মদিন উদযাপন করা হলো
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া : বরিশালের আগৈলঝাড়ায় একসাথে ৪ হাজার দুস্থ শিক্ষার্থীর জন্মদিন উদযাপনের মতো ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়েছে।
এ কর্মসূচিতে জন্মদিনের কেক কাটা হয়। শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় উপহার হিসেবে একটি করে ছাতা ও কম্বল। এই আয়োজন যেমনি শিশুদেরকে তেমনি এলাকার সবাইকে দারুণ আনন্দ দিয়েছে।
শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সকালে বাগধা ইউনিয়নের আস্কর মরান্দির পাড় ম্যারিয়ান চাইল্ড স্কুল মাঠে উপজেলার ৫টি ইউনিয়নের দুস্থ মেধাবী ৪ হাজার ৫৪ জন শিক্ষার্থীকে নিয়ে জন্মদিনের অন্যরকম এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আগৈলঝাড়া এডিপি ম্যানেজার তাপস সরকারের সভাপতিত্বে অনন্য এ জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান, আস্কর মরান্দির পাড় সিবিও সভাপরি আলো রানী মিস্ত্রী, ওয়ার্ল্ডভিশনের মনিটরিং অফিসার সুনীল বাড়ৈ, ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার রীণা রায়, ইকনোমিক্যাল প্রজেক্ট ম্যানেজার প্রেমসন ম্রং, স্বাস্থ্য কর্মকর্তা আয়ুব আলী মিয়া, সুখী গোমেজ, আন্তনী মিন্টু বৈরাগী প্রমুখ।
No comments:
Post a Comment