নতুন অর্থবছরের জাতীয় বাজেট হবে আড়াইলাখ কোটি টাকার : সিলেটে অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : ২০১৪-১৫ অর্থবছরের জন্যে জাতীয় বাজেট আড়াইলাখ কোটি টাকার হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন।
শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সকালে সিলেট মহানগরীর উপকণ্ঠ কুমারগাঁওয়ে ২৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন শাহজাহান উল্লাহ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি সিলেটে জাতীয় বাজেট নিয়ে আলোচনা করা হবে।
আবুল মাল আব্দুল মুহিত বর্তমান সরকারকে বৈধ উল্লেখ করে বলেন, বিএনপি দুষ্ট বুদ্ধির কারণে নির্বাচন থেকে পালিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ভোগাস দাবি নিয়ে আর কোন আলোচনা নয়।
তিনি আরো বলেন, বর্তমান সরকার সম্পর্কে আমেরিকাও ভুল করছে।
এর আগে শাহজাহান উল্লাহ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ অত্যন্ত ভাল অবদান রাখছে। গতবছর নানা কারণে বেসরকারি খাতে অগ্রগতি ব্যাহত হয়। তবে এখন আবার গতি এসেছে।
No comments:
Post a Comment