সমাজকল্যাণ মন্ত্রী ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে মৌ’বাজারে সংবাদ সম্মেলন

Wednesday, February 12, 2014

আমাদের সিলেট ডটকম:

সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী তার সংবর্ধনা সভায় উপজেলা চেয়ারম্যান পদে একজনের নাম ঘোষনা করায় রাজনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এটি সাংগঠনিক প্রক্রিয়ার পরিপন্থি। এই সময় তিনি উলে­খ করেন, স¤প্রতি দলের কেন্দ্রীয় কমিটি প্রার্থী নির্বাচনে যে দিক নির্দেশনা দিয়েছে তা তারও পরিপন্থি। এ নিয়ে দলের নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে রাজনগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গণ সংবর্ধনা দেওয়া হয়। সৈয়দ মহসিন আলী সংবর্ধনা সভায় তার বক্তব্যের এক পর্যায়ে (সিলেটি ভায়ায়) তার দলের এক পক্ষের (উপজেলা সভাপতি-কে) ইংগিত করে বলেন ‘এবারতো শেষ, আর অইবনি, ভোট দিবায়নি তারে, এবার কারে দিতায় তে? আছকির খান রে নি (আছকির খানকে কি?) ওবা হাত তুল (আছকির খানের দিকে চেয়ে)। ত্যাগী নেতা আছকির খান (সাধারণ সম্পাদক) কে উপজেলায় দেখতে চাই।’

এই কথা বলে উপস্থিত নেতাকর্মীদের সমর্থন নেন মন্ত্রী।

এদিকে, সমাজ কল্যাণ মন্ত্রী তার বক্তব্য চলাকালে নিজের পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করায় বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহজ্ব মিছাবাহুদ্দোজা ভেলাই তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এর প্রতিক্রিয়া জানান। তিনি তার লিখিত বক্তব্য বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক স্থানীয় সরকার পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাক্ষরিত পত্রে একক প্রার্থী নিশ্চিত করণের লক্ষ্যে লিখিত দিক নির্দেশনা দেন। সমাজ কল্যান মন্ত্রী মহোদয়ের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে আকষ্মিক তার পছন্দের প্রার্থীর নাম ঘোষণা কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থি। তাঁর এই ঘোষণায় দল এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছাদিকুর রহমান বলেন, মন্ত্রী তাঁর প্রতিপক্ষের বিপক্ষে অবস্থান নিতে গিয়ে একটি কথার কথা বলেছেন। এটি আনুষ্ঠানিক বা সাংগঠনিক কোন সিদ্ধান্ত নয়।

এদিকে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রীর ঘোষিত প্রার্থী আছকির খাঁন বলেন, আমার প্রতি উনার আস্থা আছে। তিনি বিগত দিনে আস্থাশীল মানুষের অভাবে লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কাজ করতে পারেননি। আস্থাশীল মানুষ হিসেবে তিনি আমাকে বেছে নিয়েছেন। প্রার্থী ঘোষণা করতে গিয়েও তিনি আমাকে জিজ্ঞাসা করেননি। এটা তার একক সিদ্ধান্ত । আমি তার সিদ্ধান্ত শ্রদ্ধার সাথে অনুসরণ করব।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্পাদক নেছার আহমদ বলেন, তিনি যদি এভাবে কোন ঘোষণা দিয়ে থাকেন এটা সংগঠনের নয়। কোন মন্ত্রী বা সভাপতি কিংবা সম্পাদক নিজেদের পছন্দের ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করতে পারেন না। এটা দলকে ক্ষতিগ্রস্ত করবে। রাজনগরের সিডিউল ঘোষণার পর নেত্রীর দেয়া দিক নির্দেশনার আলোকে আমরা দলীয় প্রার্থী ঘোষণা করবো।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License