আগৈলঝাড়ায় বিজয়ী হিসেবে পুরস্কৃত না করে ছাত্রীর মাথায় প্লেট ভাঙলেন প্রধান শিক্ষক

Monday, February 10, 2014

আগৈলঝাড়ায় বিজয়ী হিসেবে পুরস্কৃত না করে ছাত্রীর মাথায় প্লেট ভাঙলেন প্রধান শিক্ষক


অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া : বরিশালের আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী হারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীকে পুরস্কার না দিয়ে প্রধান শিক্ষক উল্টো তার মাথায় মাথায় প্লেট ভাঙলেন।

এখানেই শেষ নয়- প্রধান শিক্ষক ওই ছাত্রীর অভিভাবকদের অকথ্য ভাষায় গালমন্দও করেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী অপর্ণা বিশ্বাস একটি ইভেন্টে বিজয়ী হলে উজিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. অলি আহমেদ তাকে তাৎক্ষণিক একশ টাকা পুরস্কার দেন। এই পুরস্কার পাওয়ায় প্রধান শিক্ষক ওই ছাত্রীকে ইভেন্ট বিজয়ীর পুরস্কার দেননি। ছাত্রীর মা অঞ্জু রানী বিশ্বাস প্রধান শিক্ষকের কাছে পুরস্কার না দেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি তার সাথে বাকবিতণ্ডা শুরু করেন। এর একপর্যায় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ছাত্রী অপর্ণা বিশ্বাসের মাথায় একটি প্লেট দিয়ে আঘাত করেন। এতে প্লেটটি ভেঙ্গে যায় এবং ছাত্রীটি আহত হয়। ছাত্রীর মা এই আচরণেল প্রতিবাদ করলে প্রধান শিক্ষক তার সাথে অশোভন আচরণ এবং তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চিত্তরঞ্জন বড়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আবেদন জানাবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন জানান, বিষয়টি সম্পর্কে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License