৭ বিদ্রোহী প্রার্থী আ‘লীগ থেকে বহিষ্কার

Saturday, February 15, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট জেলা আওয়ামীলীগের কার্য্যকরী কমিটির এক জরুরী সভায় আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকজন নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত ২৬ জানুয়ারী ২০১৪ তারিখের এক পত্রের নির্দেশ অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বির্বদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

সহনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের পৰে সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে যে বা যারা প্রার্থীর বিরুদ্ধাচরন করবে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ইউনুছ আলী, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলতাফ হোসেন, ওসমানীনগর থানা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ও থানা কৃষকলীগের সভাপতি ইকবাল হোসেন মস্তান,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য শামসুল ইসলাম রড, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা এডভোকেট শাহজাহান চৌধুরীকে দল থেকে বহিস্কার করা হয়। জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল আহমদের সাথে আওয়ামীলীগের কোন সম্পৃক্ততা নেই এবং তার সাথে দলের কোন স্তরের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা থেকে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে গোলাপগঞ্জে চেয়ারম্যান পদে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে শরফ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাদিরা বেগম শীলা, জৈন্তাপুরে চেয়ারম্যান পদে মোহাম্মদ আব্দুলৱাহ, ভাইস চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়মতি রানী, জকিগঞ্জে চেয়ারম্যান পদে লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে মোস্তাকিম হায়দার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাজনা সুলতানা হক চৌধুরী, বিশ্বনাথে চেয়ারম্যান পদে ফির্বজ খান পংকি, ভাইস চেয়ারম্যান পদে আলতাব হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন রহমান চৌধুরী তানিয়া, বালাগঞ্জে চেয়ারম্যান পদে মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান পদে ঝলক পাল, গোয়াইনঘাটে চেয়ারম্যান পদে লুৎফুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট জামাল উদ্দিন মাষ্টার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফিয়া বেগম, কোম্পানীগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে হুমায়ুন কবির মছব্বির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রমা রানী দাশকে বিজয়ী করার লৰ্যে সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশফাক আহমদ, শোয়েব আহমদ চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যৰ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, এডভোকেট শাহ মোশাহিদ আলী, এডভোকেট মইনুল ইসলাম, এডভোকেট খোকন কুমার দত্ত, এডভোকেট শেখ মকলু মিয়া, হাজী রইছ আলী, এডভোকেট মাহফুজুর রহমান, সাদ উদ্দিন আহমদ, কবির উদ্দিন আহমদ, এমাদ উদ্দিন মানিক, জগলু চৌধুরী, মস্তাক আহমদ পলাশ, নুর্বল আমিন, অধ্যৰ শামসুল ইসলাম, আব্দুল হাসিব মনিয়া, এডভোকেট বদর্বল ইসলাম জাহাঙ্গীর, সৈয়দ মিসবাহ উদ্দিন, শহীদুর রহমান শাহীন, এডভোকেট আজমল আলী, শাহাদাৎ রহিম চৌধুরী প্রমূখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License