আমাদের সিলেট ডটকম:
গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থীদের পক্ষে সাবেক এমপিসহ হেভিওয়েট নেতারা গণসংযোগে নেমে পড়েছেন।
রোববার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীগণ বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও পথসভায় ব্যস্ত দিন কাটিয়েছেন।
ইকবাল চৌধুরী : উপজেলা আওয়ামীলীগ সভাপতি, চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বুধবারী বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেছেন। এ সময় বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম আছকির, উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী রিংকুসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গণসংযোগে অংশ গ্রহণ করেন। তারা আগামী নির্বাচনে বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে দোয়াত কলম চিহ্নে ভোট দিয়ে আবারও নির্বাচিত করার আহŸান জানান।
জিলাল উদ্দিন : উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী, চেয়ারম্যান প্রার্থী জিলাল উদ্দিন সারাদিন উপজেলার বাঘা ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তার পক্ষে ভোট প্রার্থনা করেন সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন। তিনি নলুয়া, খালপার, রুস্তমপুর, এখলাছপুর, সুনাপুর, বটরতলবাজারে জিলাল উদ্দিনের পথসভায় প্রধান অতিথি ও বাঘা মাদ্রাসার ওয়াজ মাহফিলে অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় বিএনপি নেতা মাহবুবুর রহমান ফয়ছল, সাবেক মেম্বার আব্দুর কাদির সেলিম, জাহেদ আহমদ মেম্বার, তাহির আলী মেম্বার, সাবেক মেম্বার আবুল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নজমুল ইসলাম : উপজেলা নাগরিক কমিটির মনোনীত, চেয়ারম্যান প্রার্থী হাফিজ নজমুল ইসলাম ভাদেশ্বর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াত নেতা, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সোহেল আহমদ, ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলনা আমিনুল ইসলাম, শাহেদ আহমদ চৌধুরী, সমাজসেবী সেলিম আহমদ, ইউপি সদস্য আলী হোসেন মনু, তরুণ সমাজকর্মী বাবুল আহমদ, আশফাক আল মান্না, ফয়েজ আহমদ আব্দুর রজ্জাক, ছাত্র নেতা আনোয়ার হোসেন জাহিদ, রিমন আহমদ প্রমুখ।
হুমায়ুন ইসলাম কামাল : জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন ইসলাম কামাল লক্ষণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজার, পুরকায়স্থ বাজার, কমলগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন। এ সময় একাধিক মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ফাতির আলী, মুফাজ্জল হোসেন তারা, শিব্বির আহমদ, ফখরুল ইসলাম, যুবলীগের নানু মিয়া, ছাত্রলীগের এমএ ওয়াদুদ এমরুল, বাবুল মিয়া, ফরহাদ আহমদ, টিপু আহমদ, উজ্জল আহমদ প্রমুখ।
এমরান চৌধুরী : জেলা ছাত্রদল সভাপতি, চেয়ারম্যান প্রার্থী এমরান আহমদ চৌধুরী দিনব্যাপী বাঘা ইউনিয়নে গণসংযোগ শেষে পরগনা বাজার ও বটরতল বাজারে পথসভা করেন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির হেভিওয়েট নেতা, সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কুনু মিয়া, উপজেলা বিএনপির আহŸায়ক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, সদস্য সচিব রাজু আহমদ তালুকদার, উপজেলা বিএনপি নেতা এম সিরাজুল ইসলাম, রেহান উদ্দিন প্রমুখ।
আকবর আলী ফখর : উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, চেয়ারম্যান প্রার্থী আকবর আলী ফখর শরীফগঞ্জ ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা সাইদুল আলম সুহেদ, পৌর ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন দিপন, ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ, জুনেদ আহমদ, জাকারিয়া আহমদ, শরিফুল ইসলাম, খায়রুল ইসলাম প্রমুখ।
No comments:
Post a Comment