ইস্ট লন্ডনে ছেলের হাতে মা খুন জীবন দিয়ে মাতৃত্বের খেসারত দিলেন ফাতেমা বিবি

Thursday, February 13, 2014

ইব্রাহিম খলিল (লন্ডন থেকে ) : বৃটেনে বাঙালী কমিউনিটিতে খুনের ঘটনা নতুন কোন বিষয় নয়। কিন্তু পূর্ব লন্ডনের এই নির্মম খুনের ঘটনা পুরো কমিউনিটিকে নতুন করে মর্মাহত করেছে। ছেলের হাতে মায়ের এই খুনের সংবাদে পুরো বাঙালী কমিউনিটিকে প্রবলভাবে বেদনাহত করেছে। হতভাগ্য এই মহিলা সন্তানদের মুখের দিকে চেয়ে, সন্তানদের ভবিষ্যত ভেবে যখন তার জীবনকে আর কারো সাথে জড়াননি অবশেষে সেই সন্তানই তার জন্য কাল হয়ে দাড়ালো। মাথায় হাতুঁড়ি দিয়ে আঘাত এবং বুকে নির্মম ছুরিকাঘাতে জীবন প্রদীপ নিভে গেলো তার! ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নিষ্ঠুর হন্তারক তারই সন্তানের হাতে প্রান হারিয়ে মাতৃত্বের খেসারত দিয়ে গেলেন হতভাগ্য এই মা।

নৃশংস হত্যার শিকার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় ৫ সন্তানের জননী বিধবা ফাতেমা বিবি (৪৩)। এ পৈশাচিক ঘটনাটি ঘটে গত ১২ই ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে দশটায় রোমান রোডের সেন্ডেল হাউসে। খুনি সন্দেহে পুলিশ ফাতেমা বিবির ১৬ বছরের ছেলেকে গ্রেফতার করেছে। জানা যায়, প্রায় ১০ বছর আগে ফাতেমা বিবির স্বামী মারা যান। তিনি নিজের সুখ স্বাচছন্দ্য পরিত্যাগ করে ৫ সন্তানকে লালন পালন করেন। ইতিমধ্যে ২ মেয়ে ও ১ ছেলেকে বিয়ে দিয়েছেন। ফাতেমা বিবি ছোট মেয়েকে স্কুলে দিয়ে যখন বাসায় ফিরছিলেন তখন তরুন উস্খৃখল ছেলে কর্তৃক তিনি আক্রান্ত হন। একটি সূত্রে জানায়, ফাতেমা বিবি যখন ঘরে ঢুকছিলেন তখণ ছেলেটি প্রথমে হাতুরি দিয়ে মাথায় আঘাত করতে থাকে। মা অজ্ঞান হয়ে করিডোরে পড়ে গেলে বুকে ছুরিকাঘাত করা হয়। উপর্যুপরি আঘাতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরন করেন। সংবাদ পেয়ে প্যারামেডিকস ও এম্বুলেন্স ঘটনাস্থলে আসে। ফ্লাটে চিতকার শুনে প্রতিবেশীরা পুলিশ কল করেন। পুলিশ ঘটনাস্থলে এসে হত্যাকারী সন্দেহে ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনার সময় বড়ো ছেলে কাজে ছিলো এবং ছোট মেয়ে স্কুলে ছিলো বলে জানা যায়। ছোট মেয়ে বর্তমানে হোয়াইটচ্যাপলে নানীর হেফাজতে রয়েছে। একজন প্রতিবেশী জানান, ফাতেমা বিবি খুব হাসিখুশি ও মিশুক প্রকৃতির মহিলা ছিলেন। প্রতিবেশীদের সাথে তাদের সু সম্পর্ক ছিলো। প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, ফাতেমা বিবির ফ্লাটে উচচস্বরে মিউজিকের শব্দ শুনে তিনি বার বার গিয়ে মিউজিকের শব্দ কমাতে অনুরোধ করেন। আরেকজন প্রতিবেশী জানান, গ্রেফতারকৃত ছেলেটি বখাটে ধরনের ছিলো। অন্য একটি মামলায় সে জামিনে ছিলো। ফাতেমা বিবিকে তার ছেলে হাতুঁড়ি দিয়ে আঘাত করতে তিনি দেখেছেন। ড্রাগ আসক্তির কারনে এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে অনুমান হচেছ।


UK





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License