মুসলমানগণ তাদের অতীত ঐহিত্য ভুলে গেছে হারিয়ে ফেলেছে তাদের প্রকৃত জ্ঞান-বিজ্ঞান – বিচারপতি আব্দুস সালাম

Tuesday, February 11, 2014

আমাদের সিলেট ডটকম:

বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি আলহাজ্ব আব্দুস সালাম বলেছেন, মুমিনদেরকে আল্লাহ তায়ালা তখনই খেলাফতের দায়িত্ব অর্পণ করেন যখন প্রকৃতভাবে মানুষ ঈমান কবুল করবে এবং সৎ কাজ করবে। আজ পৃথিবীর মুসলমানগণ তাদের অতীত ঐহিত্য ভুলে গেছে, হারিয়ে ফেলেছে তাদের প্রকৃত জ্ঞান-বিজ্ঞান ও শান্তি-শৃঙ্খলা। অথচ তাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব কল্যাণের জন্য। তারা সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আজ দেশে দোষারোপ খেলা চলছে। দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক শিষ্টাচারের উন্নতি হওয়া দরকার। তিনি আরো বলেন, আলিম-উলামা নবীদের উত্তর সূরী। নবী-রাসূলের অনুপস্থিতিতে উলামাগণ ধর্য্যসহকারে দায়িত্ব আঞ্জাম দিয়ে যাবেন। দায়িত্ব পালনে মাকরুহ গোনাহ যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি মঙ্গলবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর শাখার সভাপতি হাবীব আহমদ শিহাব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমদ কাসিমীর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা ক্বারী মাওলানা আব্দুল হাফিজ, খন্দকার মালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী খন্দকার আব্দুল মুক্তাদির, বিশিষ্ট সমাজসেবী আব্দুল্লাহ সিদ্দিকী, আলহাজ্ব আতাউর রহমান আতা মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ.এস.এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, পশ্চিম কাজিরবাজার জামে মসজিদের মুতাওয়াল্লী আব্দুল মতিন, পশ্চিম সোনারপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্ব মাশুক আহমদ, গঙ্গানগর, পাঠানপাড়া, কামালগড়, তালতলা সহ অন্যান্য জামে মসজিদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আবিদ হাছান। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা আহমদ হুসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা আব্দুস শাকুর, মাওলানা শামছুল হক, এডভোকেট কুতুব উদ্দীন, মাওলানা আবুল কালাম আযাদ ও সিরাজুল ইসলাম সিরাজী। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন হাফিজ ওলিউর রহমান। মোনাজাত পরিচালনা করেন মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা ওয়ারিছ উদ্দিন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License