গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন

Thursday, February 13, 2014

আমাদের সিলেট ডটকম:

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে।

জানাজায় উপজেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। নিহতদের প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের আহাজারিতে আশপাশ এলাকার বাতাসকে ভারি করে তুলে।

বৃহস্পতিবার বিকেলে নিহতদের নিজ এলাকা হেতিমগঞ্জ কায়স্থগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তাদের আত্মীয় মাওলানা আব্দুল করিম। জানাযা পূর্ব উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদ, উপজেলা জামায়াতের আমীর, চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ নজমুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি, চেয়ারম্যান প্রার্থী এমরান আহমদ চৌধুরী। জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাদের দাফন করা হয়।

উলে­খ্য, গত বুধবার দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কে পাঁচ মাইল নামক স্থানে সিএনজি অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে উপজেলার হেতিমগঞ্জ কায়স্থগ্রাম ইজরাপাড়ার মৃত মাস্টার মকবুল আলীর পুত্র বন বিভাগের চাকুরীজীবী হুমায়ুন কবির আফাজ, তার মাতা লাল বানু, স্ত্রী সালমা বেগম ও পুত্র রায়হান হোসেন নিহত হন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License