আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজারের সিন্দুরখান সীমান্তে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের যৌথ সীমান্ত জরিপ কমিশন অনুষ্ঠিত হয়েছে। জরিপ কমিশনের যৌথ উদ্যোগে সিন্দুরখান সীমান্তে নতুন একটি সীমান্ত খুঁটি স্থাপন করে। শনিবার সকাল সাড়ে ৯ টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্টে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ভারতীয় প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান। ভারতীয় দলে ভারতীয় কেন্দ্রীয় ভূমি জরিপ কমিশনের পরিচালক এন আর বিশওয়ালের নেতৃত্বে ৫ সদস্য ও বাংলাদেশের ভূমি জরিপ কমিশনের ডিজি আব্দুল মান্নানের নেতৃত্বে ৬ সদস্য প্রতিনিধি দল জরিপ কমিশনে অংশগ্রহণ করেন।
এছাড়া উভয় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। বেলা ২টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান সীমান্তের ১৯৪০ নম্বর প্রধান খুঁটি এলাকায় জরিপ সম্পন্ন হয়। জরিপ শেষে নতুন করে ১৯৪০ নম্বর একটি সীমান্ত খুঁটি স্থাপন করা হয়।
জরিপ শেষে দুই দেশের প্রতিনিধি দল শ্রীমঙ্গলস্থ চা গবেষণা কেন্দ্র(বিটিআরই)-এর রেষ্ট হাউজে মধ্যাণ্য ভোজ শেষ করে মৌলভীবাজার সার্কিট হাউজে অবস’ান করেন।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী সীমান্তের যৌথ জরিপ কমিশনের সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার আবার ১৯৪৪ নং সীমান্ত খুটি এলাকায় জরিপ সম্পন্ন হবে। সোমবার ভারতীয় প্রতিনিধি দল ফিরে যাবেন।
সিন্দুরখানে বাংলাদেশ-ভারত যৌথ জরিপ কমিশনের সীমান্ত খুঁটি স্থাপন
Saturday, February 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment