সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমেরিকান ল্যাংগুয়েজ ফেলোর যোগদান
আমেরিকার বিশিষ্ট ভাষা বিশেষজ্ঞ ক্যাথি গ্রিন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এসআইইউ) ল্যাংগুয়েজ ফেলো হিসেবে যোগদান করেছেন।
সোমবার ১০ ফেব্রুয়ারি তিনি বিশ্ববিদ্যালেয় ইংরেজি বিভাগে ল্যাংগুয়েজ ফেলো হিসেবে যোগ দেন। এক বছরের মেয়াদে তিনি সেখানে ইংরেজিসহ অন্যান্য বিভাগে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে পাঠদান করবেন। এছাড়াও তিনি বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে অংশ নেবেন। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি তিনি এ প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিশেষ দায়িত্ব পালন করবেন।
এদিকে, আমেরিকান ফেলো ক্যাথি গ্রিনের যোগদান উপলক্ষে ইংরেজি বিভাগের উদ্যোগে তাকে স্বাগত জানিয়ে এক শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহবুব ইবনে সিরাজের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাস, প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, সহকারী অধ্যাপক সৈয়দ হাসান মাহমুদ, প্রভাষক আশরাফুল হাসান, প্রভাষক প্রণবকান্তি দেব ও নূরুল হাসান রাজীবসহ বিভাগের অন্যান্য শিক্ষক।
No comments:
Post a Comment