আমেরিকার জিএসপি বাংলাদেশের জন্যে কিছুই না হলেও এ সুবিধা ফিরে পাওয়া প্রয়োজন
নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আমেরিকার জিএসপি সুবিধা বাংলাদেশের জন্যে কিছুই না হলেও অন্যান্য দেশ যাতে প্রশ্ন তুলতে না পারে এবং জিএসপি সুবিধা প্রত্যাহার না করে সেজন্যে আমেরিকার জিএসপি সুবিধা ফিরে পাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক টি-টোয়েন্টি স্কুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমেরিকার জিএসপি সুবিধা ফিরে পেতে সরকার স্বল্পতম সময়ের মধ্যে তাদের দেয়া ১৩টি শর্ত পূরণ করবে।
তিনি বলেন, সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অনেক উদ্যোগ নেয়া হয়েছে। স্কুল পর্যায়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ হলো। ইতোমধ্যে ফুটবল লিগও হয়েছে। এ ধরনের আয়োজন থেকে নতুন নতুন প্রতিভা বের হয়ে আসবে।
No comments:
Post a Comment