আমাদের সিলেট ডটকম:
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তাই অভিযানের জন্য এখন আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য জেলা প্রশাসনের দিকে তাকিয়ে থাকতে হবে না সিলেট সিটি কর্পোরেশনকে। এখন থেকে নিজস্ব ম্যাজিস্ট্রেট নিয়েই অভিযান চালাবে সিসিক। এতে ফুটপাত দখলমুক্ত রাখাসহ জনস্বার্থে সকল অভিযান আরো জোরদার হবে বলে নগরভবন কর্তৃপক্ষ মনে করছেন।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিটি কর্পোরেশনের নিজস্ব কোন ম্যাজিস্ট্রেট না থাকায় এতদিন অভিযান পরিচালনা করতে হিমশিম খেতে হয়েছে। নিজস্ব ম্যাজিস্ট্রেট নিয়োগের ফলে এ প্রতিবন্ধকতা দূর হবে। এখন নিয়মিত অভিযান পরিচালিত হবে।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, নগর কর্তৃপক্ষের দীর্ঘদিনের দাবিরে প্রেক্ষিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শরিফুজ্জামান বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেট সিটি কর্পোরেশনে যোগদান করেছেন। দু’একদিনের মধ্যে সিটি কর্পোরেশনের উচ্ছেদ ও ভেজাল বিরোধী অভিযানসহ জনস্বার্থ সংশ্লিষ্ট সকল কাজ তাঁর নেতৃত্বে পরিচালিত হবে বলে সূত্র জানিয়েছে।
জোরদার হবে অভিযান সিসিকে ম্যাজিস্ট্রেট নিয়োগ
Friday, February 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment