ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মেয়র
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৩-১৪ (সিলেট বিভাগ)-এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ সোমবার ১০ ফেব্রুয়ারি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি সুপ্রিয় চক্রবর্তীর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল খাবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন জেলা ক্রিকেট কমিটির সম্পাদক মো. আক্তারুজ্জামান মান্না। এছাড়া বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম (সুনু মিয়া), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি হেলাল উদ্দিন আহমদ, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য হানিফ আলম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য মাসুক আহমদ, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক পাপলু দত্ত, ক্রীড়া সংগঠক আতাউর রহমান আতা ও আব্দুল কাহির, ক্রিকেট আম্পায়ার আজিজ আহমদ, এটিএম ইকরাম, ইমরান আজাদ ও স্কোরার এইচ ইউ দীপু, সিলেট জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের ম্যানেজার জহির হোসেইন ও কোচ রানা মিয়া, জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলের ম্যানেজার আলমাস আহমদ শুক্কুর প্রমুখ।
ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় সিলেট জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল ৬৪ রানে মৌলভীবাজার জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় সেরা বোলার হন রনি (মৌলভীবাজার), সেরা ব্যাটসম্যান হন কনক (সিলেট) এবং ম্যান অব দ্যা ফাইনাল হন কামরুল (সিলেট)।
No comments:
Post a Comment