টাকার বিনিময়ে জুয়াড়ী ছাড়ল পুলিশ

Friday, February 14, 2014

আমাদের সিলেট ডটকম:

জুড়ী উপজেলা সদরের গরেরগাঁও গ্রামে জুয়াড়ীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েও টাকার বিনিময়ে পুলিশ আটককৃতদের ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।

স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশকে টাকা দিয়ে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও মঙ্গলবার রাতে উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের চেরাগ আলীর বাড়ীতে জুয়ার আসর বসে। এছাড়া বছরে একদিন এই বাড়ীতে ওরসের নামে বিশাল জুয়ার আসর বসে। বৃহস্পতিবার রাতে ওরস উপলক্ষে বাড়ীর পাশে বসে জমজমাট জুয়ার আসর।

এলাকাবাসী জানান, চাহিদামত ভাগ না পাওয়ায় পুলিশ জুয়ার আসরে হানা দিয়ে ৪-৫জনকে আটক করলে আসর মালিক সেলিমের নেতৃত্বে জুয়াড়ীরা দলবদ্ধভাবে পুলিশের উপর হামলা করে এদের ছিনিয়ে নেয়। হামলায় এক পুলিশ সদস্য ও বেলাগাঁও ওয়ার্ড ইউপি সদস্য শরিফুল হক টেনু আহত হন। ঘটনার খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮-১০জনকে আটক করলে তাৎক্ষণিক এক সমঝোতায় প্রায় অর্ধ-লক্ষ টাকার বিনিময়ে পুলিশ সকলকে ছেড়ে দেয়।

এ ব্যাপারে ইউপি সদস্য শরিফুল হক টেনু মিয়ার মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, ওরসে জুয়ার খবর পেয়ে পুলিশ হানা দিলে জুয়াড়ীরা পালিয়ে যায়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো আলমগীর হোসেন জানান, তিনি বিষয়টি জানেন না, খোঁজ নিয়ে দেখবেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License