আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগের ৩ জেলাসহ ১৭টি জেলায় প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলায় পরীক্ষা বাতিল করা হয়েছিল।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ১৪ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা হবে। প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় ২০১৩ সালের ৮ ডিসেম্বর সিলেটের ৩টি জেলাসহ দেশের ১৭টি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়। শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় সাত সেট প্রশ্নের মধ্যে ‘হুয়াংহু’ ও ‘মেসিসিপি’ সেট ফাঁস হয় বলে তদন্তে প্রমাণ মেলে।
ওই দুই সেটে পরীক্ষা হওয়া সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, লালমনিরহাট ও নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনার পরীক্ষা বাতিল করা হয়। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করতে ২০১৩ সালের ১২ নভেম্বর শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক মো. আলমগীরকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
২০১৩ সালের ৮ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে সরকারি শিক্ষক নিয়োগে এক হাজার ৩৬২টি কেন্দ্রে লিখিত পরীক্ষা হয়। এতে নয় লাখ ৬৮ হাজার ১২৭ জন অংশ নেন।
সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৪ মার্চ
Thursday, February 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment