অবহেলিত ছাতককে এগিয়ে নিতে টেলিফোন প্রতীকে ভোট দিন – রেজাউল করিম

Monday, February 10, 2014

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে ছাতক নাগরিক ফোরাম মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম তালুকদার গতকাল সোমবার দোলার বাজার ইউনিয়নের রামপুর, দোলার বাজার, মইনপুর বাজার, আলমপুর, জাহিদপুর, বুরাইয়া, সুতারখালী, নরসিংপুর এলাকায় ব্যাপক গণসংযোগ ও বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।

বিভিন্ন পথ সভায় রেজাউল করিম বলেন, অবহেলিত ছাতক উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই। অতীতে সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে ছাতকবাসী কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তাই কাঙ্খিত উন্নয়ন স্বচ্ছতা, জবাবদিহিতামূলক উপজেলা গড়তে আগামী ১৯ ফেব্রæয়ারী টেলিফোন প্রতীকে ভোট দিন।

গণসংযোগ ও সমাবেশগুলোতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ১৯ দলীয় জোট ছাতক উপজেলার সিনিয়র যুগ্ম আহŸায়ক প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান, দোলার বাজার ইউনিয়ন ১৯ দলীয় জোটের আহŸায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আসলাম আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহিদ আলী, উপজেলা শ্রমিক দল সভাপতি শামছুল হক, সমাজসেবী উবায়দুল হক শাহিন, ছৈলা আফজালালাবাদ ইউনিয়ন ১৯ দলীয় জোটের সদস্য সচিব হুসানুজ্জামান লিটন, সাবেক ছাত্রনেতা সাহেদ আলী, সালাহ উদ্দিন।

এদিকে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিমের টেলিফোন মার্কার সমর্থনে ইসলামপুর ইউনিয়নের গণেশপুর, ছড়ারপার, মেজরটুপ, আফজলপুর, বাহাদুরপুরে ব্যাপক গণসংযোগ ও ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ডের রেলওয়ে কলোনী এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ১৯ দলীয় জোটের সদস্য সচিব, ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফী আলম সুহেল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মামুন আহমদ, উপজেলা বিএনপি নেতা বাবুল মিয়া মেম্বার, পৌর ১৯ দলীয় জোটের যুগ্ম সদস্য সচিব হাবিবুল আহমদ জুলহাস, ইসলামপুর ইউনিয়ন ১৯ দলীয় জোটের সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাদেক, ইসলামপুর ইউনিয়ন যুবদল সভাপতি হিরা মিয়া, ইকবাল হোসেন খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী আবু হেনা তারেক, জামাল আহমদ, লিয়াকত আলী, আঙ্গুর মিয়া প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License