আমাদের সিলেট ডটকম: দীর্ঘ ৪৩ বছর পর ক্র্যাচের বদলে পায়ে হেঁটে বাড়ি ফিরলেন মুক্তিযোদ্ধা ফারিজা। কৃত্রিম পা সংযোজনের পর গত শনিবার ঢাকা থেকে হবিগঞ্জ পৌঁছুলে তাকে ফুলের মালা ও মিষ্টিমুখ করিয়ে বরণ করেন চেতনায়’৭১ এর সভাপতি এডভোকেট সৈয়দ আফরোজ বখ্ত ও সাধারণ সম্পাদক কেয়া চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। ১৯৭১ সালের ১৯ এপ্রিল বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে পাকিস্তান বিমান বাহিনীর গুলিবর্ষণে ফারিজার একটি পা উড়ে যায়। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও তার চলাফেরার একমাত্র ভরসা ছিল ক্র্যাচ। ২০০৮ সালে চেতনায়’৭১ হবিগঞ্জ তাকে খুঁজে বের করে মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভুক্ত করার আবেদন করলে গতবছরের ৯ ডিসেম্বর পঙ্গু মুক্তিযোদ্ধা হিসাবে তার নাম গেজেটে অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে দৈনিক প্রথম আলো এই পঙ্গু মুক্তিযোদ্ধার কৃত্রিম পা সংযোজনের উদ্যোগ নেয়। প্রায় তিন সপ্তাহ ঢাকায় চিকিৎসা শেষে কৃত্রিম পা নিয়ে তিনি হবিগঞ্জে আসেন। ঐদিনই সন্ধ্যায় শিবগঞ্জ বাজারে পৌঁছুলে এলাকাবাসী তাকে সংবর্ধনা জানায়।
৪৩ বছর পর পায়ে হেঁটে বাড়ি ফিরলেন মুক্তিযোদ্ধা ফারিজা
Sunday, February 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment