সিলেট-৪ আসনের সাবেক এমপি, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ১৯ দলের জন্য এক বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জে আমাদেরকে অবশ্যই টিকে থাকতে হবে। বর্তমান সরকারের দুঃশাসনের বির্বদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ। দুঃশাসনের সময়োচিত জবাব দিতে ১৯ ফেব্র্বয়ারী গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর আনারস মার্কায় ভোট দিয়ে ১৯ দলের বিজয় সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীকে আনারস মার্কায় ভোট দেওয়ার জন্য গোয়াইনঘাটের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
গত শুক্রবার গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় মনোনীয় চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে আনারস মার্কার সমর্থনে ৬নং ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাজারে বিশাল জনসভায় উপরোক্ত বক্তব্য রাখেন। ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসাইন আহমদ মানিকের সভাপতিত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন ও বিএনপি নেতা এখলাছুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হক খোকন, উপজেলা জামায়াতের আমীর সাইদুর রহমান, তৈয়ব আলী ডিগ্রী কলেজের প্রভাষক কামর্বল ইসলাম শেরগুল, পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এম এ রহিম, ফতেপুর বিএনপির সেক্রেটারী সামছুদ্দিন, বিএনপি নেতা আব্দুল করিম শিকদার, বেলাল আহমদ মুন্সী, হাজী আব্দুল মছব্বির, কুতুব উদ্দিন, যুবদল আহ্বায়ক হার্বনুর রশীদ হার্বন, যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন, মইনউদ্দিন, ছাত্রদল নেতা বদর উদ্দিন বদর, হার্বনুর রশিদ হার্বন প্রমুখ। বিজ্ঞপ্তি
গোয়াইনঘাটে আব্দুল হাকিম চৌধুরীকে আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন – সাবেক এমপি দিলদার হোসেন সেলিম
Saturday, February 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment