ডিএফএ আয়োজিত আল-হারামাইন প্রথম বিভাগ ফুটবল লিগের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) আয়োজিত আল-হারামাইন প্রথম বিভাগ ফুটবল লিগের (২০১২-২০১৩) পুরস্কার বিতরণ অনষ্ঠিত হয়েছে।
রবিবার ৯ ফেব্রুয়ারি বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ডিএফএ সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিমের সভাপতিত্বে ও কার্যনির্বাহী পরিষদের সদস্য নূরে আলম খোকনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম (সুনু মিয়া), প্রথম বিভাগ ফুটবল লিগের পৃষ্ঠপোষক আল-হারামাইন পারফিউমস গ্রুপ, দুবাইয়ের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসের ও ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান তাজবিরুল আহমদ চৌধুরী।
No comments:
Post a Comment