আমাদের সিলেট ডটকম:
সিলেট বিভাগের ২০ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী কমিটির সভায় এই প্রার্থী চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ আমাদের সিলেট ডটকম-কে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট বিভাগের ২০ উপজেলায় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা হলেন- সিলেট জেলার বিশ্বনাথে ফিরোজ খান পংকী, গোলাপগঞ্জে ইকবাল আহমদ চৌধুরী, বালাগঞ্জে মোস্তাকুর রহমান মফুর, ফেঞ্চুগঞ্জে আব্দুল বাছিত টুটুল, দক্ষিণ সুরমায় আবু জাহেদ, জৈন্তাপুরে মো. আব্দুলাহ, গোয়াইনঘাটে মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু ও জকিগঞ্জে লোকমান উদ্দিন চৌধুরী, হবিগঞ্জের চুনারুঘাটে আবু তাহের, মাধবপুরে জাকির হোসেন চৌধুরী অসীম, বাহুবলে আব্দুল হাই, সুনামগঞ্জের সদর উপজেলায় জুনেদ আহমদ, দক্ষিণ সুনামগঞ্জে আবুল কালাম, জামালগঞ্জে রেজাউল করিম শামীম, তাহিরপুরে আবুল হোসেন খান, ছাতকে আবরু মিয়া তালুকার, দোয়ারাবাজারে ইদ্রিস আলী বীরপ্রতীক, দিরাইয়ে আলতাব উদ্দিন, শালায় এডভোকেট অবনী মোহন দাস এবং মৌলভীবাজারের কুলাউড়ায় কামরুল ইসলাম।
কৌশলগত কারণে কোম্পানীগঞ্জ উপজেলায় দলীয়ভাবে কাউকে মনোনয়ন দেয়া হয়নি। এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে সরাসরি কাউকে সমর্থন দেয়া হয়ন্ ি
বাকী উপজেলাগুলোতেও কয়েক দিনের মধ্যেই আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
সিলেট বিভাগের ২০ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত
Wednesday, February 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment