আমাদের সিলেট ডটকম:
কোম্পানীগঞ্জ উপজেলায় সুবিধা বঞ্চিত ও ঝরে পড়া শিশুদের নিয়ে ‘স্কুলে আমার প্রথম দিন’ দিবস উদযাপন করা হয়েছে। এ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ব্র্যাক এর রিশেপ প্রকল্পের উদ্যোগে উপজেলা সদর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে স্কুল মাঠ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাসরিন জাহান ফাতেমা। র্যালি শেষে উপজেলা সদর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের ১ম থেকে ৩য় শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক সিনিয়র সোশ্যাল কমিউনিকেটর শেখ বাবলুর রহমান, সিনিয়র এলাকা ব্যবস্থাপক মোশাররফ হোসেন, সিনিয়র শাখা ব্যবস্থাপক মনজুরুল ইসলাম, উপজেলা সোশ্যাল কমিউনিকেটর মোঃ আরিফুর রহমান, সিনিয়র শাখা ব্যবস্থাপক খায়রুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠান শেষে ১ম থেকে ৩য় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় এবং ১ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ দেওয়া হয়।
উপজেলা ব্র্যাক এর সোশ্যাল কমিউনিকেটর মোঃ আরিফুর রহমান জানান, শতভাগ ভর্তি নিশ্চিত করার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলার ৫৪টি ওয়ার্ডে র্যালি, মতবিনিময় সভা এবং শিশুদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
দিবস উদযাপন ‘স্কুলে আমার প্রথম দিন’
Tuesday, February 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment