আমাদের সিলেট ডটকম:
টি-টুয়েন্টি বিশ্বকাপকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সিলেট জেলা স্টেডিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আগামী মার্চ ও এপ্রিল মাসে সিলেটে অনুষ্টিত হওয়ার কথা টি-টুয়েন্টি বিশ্বকাপ। ওই লক্ষে গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের পরিচালনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) রহমত উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মনিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম (সুনু মিয়া), সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, যুগ্ম সম্পাদক সাহিদ আহমদ চৌধুরী জুয়েল ও মুফতি আব্দুল খাবির, কোষাধ্যক্ষ এ. এ. এম. মিরাজ (জাকির), সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোডের্র কাউন্সিলর এডভোকেট নাসির উদ্দিন খান, সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য সালমা বাসিত ও মনোরঞ্জন দে, ডিস্ট্রিক্ট ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.), সিলেট এর প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি সুপ্রিয় চক্রবর্ত্তী ও সম্পাদক মো. আক্তারুজ্জামান মান্না, হিলটন ক্লাবের সাধারণ সম্পাদক সুমাত নুরী চৌধুরী জুয়েল, সংস্থার সাধারণ পরিষদের সদস্য আলী ওয়াসিকউজ্জামান চৌধুরী অনি ও সাইফুর রহমান শিপলু, আতাউর রহমান আতা প্রমুখ।
টি-টুয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সিলেটে শোভাযাত্রা
Tuesday, February 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment