আমাদের সিলেট ডটকম:
সরকার আলোচিত অনেক হত্যা মামলার রহস্য উদঘাটন করে বিচার করলেও অজ্ঞাত কারণে সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়নি। অবিলম্বে এই সাংবাদিক দম্পতির খুনীদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর মাধ্যমে দেশের সাংবাদিক সমাজের নিরাপত্তা নিশ্চিত করা উচিত বলে উল্লেখ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি গতকাল সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকান্ডের বিচার দাবিতে সিলেটে মাছরাঙা টেলিভিশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে এমন দাবি জানান। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে একঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
মাছরাঙা টেলিভিশন সিলেট ব্যুরো প্রধান সাকির আহমদের সভাপতিত্বে ও ক্যামেরাপার্সন এস. সুটন সিংহ’র পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির জেষ্ঠ্য সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম, সিলেট জেলা বারের সাবেক সভাপতি ইইউ শহীদুল ইসলাম শাহীন, প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সংস্কৃতিকর্মী আমিনুল ইসলাম, স্কয়ার গ্রুপ সিলেটের ব্যবস’াপক মো. আওরঙ্গজেব, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সাংবাদিক আবদুল মালিক জাকা, মকসুদ আহমদ প্রমুখ।
সিলেটে সাংবাদিকদের মানববন্ধন অজ্ঞাত কারণে সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়নি
Tuesday, February 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment