আমাদের সিলেট ডটকম:
নগরীর রায়নগর এলাকায় ওয়ালটন শোরুমে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা শোরুমের পেছনের টিনের চালার টিন কেটে নগদ অর্থসহ ২ লাখ ৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১০টায় রায়নগরস’ ওয়ালটন শোরুম বন্ধ করে সংশ্লিষ্টরা গন-ব্যে চলে যান।
শুক্রবার বিকেলে শোরুম খোলার পর চুরির ঘটনাটি ধরা পড়ে। চোরেরা শোরুমে রক্ষিত নগদ ৮৫ হাজার টাকা, তিনটি এলসিডি, ২টি ডিভিডিসহ ২ লাখ ৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
ঘটনার বর্ণনা দিয়ে শোরুমের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রেজওয়ান বলেন, টিনের চালা কেটে চোরেরা টাকাসহ মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলে তিনি জানিয়েছেন।
কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বাবুল বলেন, কেউ এ ঘটনার ব্যাপারে কিছু জানায়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস’া নেয়া হবে।
রায়নগরে ওয়ালটনের শোরুমে চুরি
Friday, February 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment