বেনাপোলে ২ টন ইলিশ মাছ আটক করেছে বিজিবি ॥ চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি
ইয়ানুর রহমান : ভারতে পাচারকালে বুধবার ১২ ফেব্রুয়ারি ভোরে যশোরের বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে বিজিবি সদস্যরা ২টন ইলিশ মাছ আটক করেছে।
এই বিপুল পরিমাণ ইলিশ মাছ আটক করতে গিয়ে বিজিবি সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে ২২ রাউন্ড গুলি বর্ষণ করে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
২৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, গাতিপাড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছ ভারতে পাচার হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবিকে বাধা দিলে বিজিবি তাদের লক্ষ্য করে ২২ রাউন্ড গুলিবর্ষণ করে। শেষপর্যন্ত চোরাকারবারিরা পালিয়ে যায়।
আটক ইলিশ মাছের মূল্য ১৭ লাখ টাকা বলে বিজিবি জানায়।
আটক ইলিশ মাছ বেনাপোল শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
No comments:
Post a Comment