আমাদের সিলেট ডটকম:
জৈন্তাপুর উপজেলার উমনপুর গ্রামে গণপিটুনির শিকার হয়ে এক ডাকাত নিহত হয়েছে।
শনিবার দিনগত রাত আড়াইটায় চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ জন ডাকাত উমনপুর গ্রামের একটি বাড়িতে হানা দেওয়ার পর ওই বাড়ির কুকুর চিৎকার দিলে ভেতরের লোকজন ডাকাতদের দেখতে পান। পরে মোবাইল ফোনে মসজিদের ইমামকে জানালে ইমান মাইকে গ্রামের ডাকাত আসার কথা ঘোষণা করে দেন। গ্রাম লোকজন এগিয়ে ডাকাতদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে রাতেই ২ জনকে আটক করে গণপিটুনি দেয় জনতা।
পরে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকাল ৭টার দিকে আবুল নামে একজন মারা যান।
গ্রামবাসী জানান, রোববার সকালের দিকে উমনপুর গ্রামের পাশের গ্রাম থেকে আরও এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, গ্রামবাসীর মারধরের পর ভোররাতে ভর্তি হওয়া আবুল(২৫) নামে একজন নিহত হয়েছেন।
গ্রামবাসী আরও জানান, ডাকাতরা ২টি সিএনজি চালিত অটোরিকশা ও ১টি ক্যারি ক্যাব নিয়ে ডাকাতি করতে এসেছিলেন, বাকিরা গাড়িসহ পালিয়ে গেছেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ জানান, গ্রামবাসী ঘেরাও করে ৩ ডাকাতকে আটক করেন। পরে গণপিটুনি খেয়ে হাসপাতালে একজন নিহত হন। আটক হওয়া অন্য দুই জনের পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।
জৈন্তাপুরে গণপিটুনিতে ডাকাত নিহত
Sunday, January 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment