নতুন বার্তা,ঢাকা: মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফ ইন্তেকালে করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হযেছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
ইউসূফের আইনজীবী তাজুল ইসলাম জানান, ইউসূফের শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত বছরের ১২ মে যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নিয়ে ইউসুফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১। এর ঘণ্টাখানেকের মধ্যে ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। ৩ জুলাই ইউসুফের বয়সের কথা চিন্তা করে তাকে আদালতে আনা-নেয়ার সময় স্বাস্থ্যসম্মত যান ব্যবহার করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-২। বয়স ও স্বাস্থ্যের পরিস্থিতি বিবেচনা করে গত ১৫ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরা দেয়া থেকে ইউসুফকে অব্যাহতি দেয়া হয়। তার মামলার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে ছিল।
No comments:
Post a Comment