বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : দিনভর উত্তেজনা শেষে আলীগের একক প্রার্থী ঘোষণা
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার ৫ ফেব্রুয়ারি দিনভর উত্তেজনার মধ্য দিয়ে প্রায় সাড়ে ৫ ঘণ্টা বৈঠক করে সমঝোতার পর সন্ধ্যা ৬টায় দলীয় একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর ও ভাইস চেয়ারম্যান পদে যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলকের নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। এতে বিপাকে পড়েন নীতি নির্ধাকরকসহ তৃণমূল নেতাকর্মীরা। কয়েকদফা বৈঠকে কোন সমঝোতা না হওয়ায় শেষ চেষ্টা হিসেবে বুধবার তৃণমূল নেতাকর্মীদের নিয়ে উপজেলার ওসমানীনগরে একটি কমিউনিটি সেন্টারে সভা করা হয়।
সিলেট জেলা আওামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাড়ে ৫ ঘণ্টার বৈঠকে সমঝোতায় পৌঁছা সম্ভব হয়। তবে সভা চলাকালে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের তাদের পছন্দের প্রার্থীর পক্ষে স্লোগান দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে সিনিয়র নেতাকর্মীরা তা সামাল দেন।
No comments:
Post a Comment