আমাদের সিলেট ডটকম:
সিলেট বিভাগে উপজেলা নির্বাচনের প্রথম পর্বে ভোটযুদ্ধে মাঠে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা। আগামী ১৯ ফেব্রুয়ারি বিভাগের ১২ টি উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১২ জন ও বিএনপির ১০ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। শেষ পর্যন্ত নিজ দলের বিদ্রোহীদের মোকাবেলার চ্যালেঞ্জ নিতে হবে দু’দলকেই। নানামুখী তৎপরতার পর আওয়ামী লীগ ১০ টি উপজেলায় দলের একক প্রার্থী, একটিতে বিবদমান দুই প দু’জনকে এবং অন্য আরেকটি উম্মুক্ত রেখেছে আওয়ামী লীগ। অপরদিকে বিএনপি ৯টিতে একক প্রার্থী দেওয়ার পাশাপাশি একটিতে জোট সঙ্গী জামায়াতকে ছাড় দিয়েছে। বিভেদের কারণে তারাও দুটি উপজেলায় একক প্রার্থী না দিয়ে উম্মুক্ত রেখেছে।
জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিরুজ খান পংকি, বিএনপি সমর্থিত যুক্তরাজ্য প্রবাসী উপজেলা সহ-সভাপতি সোহেল আহমদ চৌধুরী ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী চেয়ারম্যান পদে প্রতিদ্ব্ন্দিতা করছেন। এ উপজেলায় প্রত্যাহার করেছেন বিএনপি নেতা ফখরুল আহমদ মতসিন।
গোয়াইনঘাটে আওয়ামী লীগ সমর্থিত জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার লুৎফর রহমান লেবু, বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী ও জমিয়তুল ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আবু বকর নির্বাচন করছেন। এ উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহার করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও উপজেলা জামায়াতের সাবেক সেত্রেক্রটারী আনোয়ার হোসেন।
জকিগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত জেলা কমিটির সদস্য লোকমান আহমদ চৌধুরী, বিএনপি সমর্থিত সাবেক পৌর মেয়র ইকবাল আহমদ তাপাদার ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ইউনুছ আলী, বিএনপির বিদ্রোহী ব্যবসায়ী সাইফুদ্দিন খালেদ, জাপার অ্যাডভোকেট সিরাজুল হক ও মর্তুজা আহমদ চৌধুরী এবং খেলাফত মজলিসের আব্দুল হান্নান তাপাদার নির্বাচন করছেন।
এ উপজেলায় মনোনয়ন প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের জেলা নেতা ইশতিয়াক আহমদ চৌধুরী, উপজেলা যুগ্ম আহবায়ক আবু জাফর মো. রায়হান, বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, উপজেলা যুবদল সভাপতি শফিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন খান।
গোলাপগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান দলের উপজেলা সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর পাশাপাশি বিদ্রোহী হয়েছেন জেলার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল ও উপজেলা দফতর সম্পাদক আলী আকবর ফখর।
অপরদিকে বিএনপি থেকে উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি এমরান চৌধুরী ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য নসিরুল হক শাহীন তিনজনই রয়েছেন। এছাড়া উপজেলা জামায়াতের আমীর হাফিজ নাজমুল ইসলাম চেয়ারম্যান পদে লড়ছেন। এ উপজেলায় মনোনয়ন প্রত্যাহার করেছেন জেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান শায়েস্তা ও জাপার মজির উদ্দিন চাকলাদার। এছাড়া দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত দলের উপজেলা সভাপতি মো. আবদুল্লাহ, ১৯ দলের পক্ষ থেকে সমর্থিত বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা জয়নাল আবেদীন ও আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান কামাল আহমদ নির্বাচন করছেন। দলের সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর ও জাতীয় পার্টির উপজেলার সাবেক সভাপতি সিরাজ উদ্দিন আহমদ।
সীমান্তবর্তী আরেক উপজেলা কোম্পানীগঞ্জে বিএনপি সমর্থিত সাবেক উপজেলা সভাপতি আলী আহমদের বিপরীতে দলের বিদ্রোহী হিসেবে রয়েছেন দলের বর্তমান উপজেলা সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন। অপরদিকে আওয়ামী লীগের উপজেলা কমিটির উপদেষ্টা আবদুল বাছির ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দু’জনেই রয়েছেন। এছাড়া জাতীয় পার্টি থেকে মুক্তার উদ্দিন উপজেলা চেয়ারম্যান হওয়ার লড়াইয়ে রয়েছেন।
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায়ও আওয়ামী লীগ সমর্থিত উপজেলা আহবায়ক ইদ্রিছ আলী বীরপ্রতীক ও বিএনপির একাংশের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ নির্বাচন করছেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে উপজেলা যুগ্ম আহŸায়ক মোহাম্মদ আলী খাঁন ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ফরিদ আহমদ ইমন, বিএনপির বিদ্রোহী হিসেবে উপজেলা কমিটির একাংশের সভাপতি মো. শাহজাহান মা¯দ্বার এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা আবদুল কদ্দুছ, উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা জিয়া উদ্দিন নির্বাচন করছেন। এ উপজেলায় মনোনয়ন প্রত্যাহার করেন বিএনপির ফারুক আহমদ ও স্বতন্ত্র অ্যাডভোকেট জুলহাস মিয়া।
ছাতক উপজেলায় বিএনপি সমর্থিত উপজেলা কমিটির একাংশের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের বিপরীতে আওয়ামী লীগ শেষদিনেও একক প্রার্থী দিতে পারেনি। এখানে আওয়ামী লীগের দুই গ্র“প দলের উপজেলা সাবেক সভাপতি আবরু মিয়া তালুকদার ও সাবেক ইউপি চেয়ারম্যান অলিউর রহমান বকুলকে সমর্থণ দিচ্ছে। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে আওলাদ আলী রেজা ও গিয়াস মিয়া এবং বিএনপি উপজেলা বিএনপির একাংশের সভাপতি আফছর উদ্দিন ও রূপা রাজা চৌধুরী নির্বাচন করছেন। ছাতক পৌর জামায়াতের সেত্রেক্রটারী রেজাউল করীমও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত উপজেলার বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, বিএনপির শওকতুল ইসলাম শকু ও আবদুল হান্নান, জাসদ নেতা আলাউদ্দিন ও জাতীয় পার্টি থেকে গিয়াস মিয়া নির্বাচন করবেন। দলের সমর্থণ না পেয়ে আওয়ামী লীগের শফি আহমদ সলমান মনোনয়ন প্রত্যাহার করে নেন।
সুনামগঞ্জ জেলার দণি সুনামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সদর উপজেলা সভাপতি আবুল কালাম, বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান ফারুক আহমদ, বিএনপির বিদ্রোহী দলের দণি সুনামগঞ্জ উপজেলা সভাপতি আনছার উদ্দিন, যুক্তরাজ্য জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরামের সভাপতি রেজাউল করিম জায়গীরদার রাজা ও জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বোরহান উদ্দিন দোলন নির্বাচন করছেন। এ উপজেলায় মনোনয়ন প্রত্যাহার করেছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুন নাহার শাহানা ও তার ছেলে জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বি স্মরণ।
হবিগঞ্জ জেলার মাধবপুরে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম ও বিএনপি সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহানের পাশাপাশি আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন উপজেলা কমিটির সদস্য সৈয়দ হাবিবুলাহ সুচন।
হবিগঞ্জ জেলার অপর উপজেলা বাহুবলে আওয়ামী লীগ সমর্থিত দলের উপজেলা সাধারণ সম্পাদক মো. আবদুল হাই ও বিএনপি সমর্থিত আকাদ্দছ মিয়া বাবুল নির্বাচন করছেন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী, জেলা এলডিপি সভাপতি সৈয়দ খলিলুর রহমান ও স্বতন্ত্র তাজুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান পদে প্রতিদ্ব্ন্দিতা করছেন। এখন দুই দলকেই বিদ্রোহীদের মোকাবেলার চ্যালেঞ্জ নিতে হবে।
সিলেট বিভাগে বড় দু’দলে ২২ বিদ্রোহী প্রার্থী
Monday, February 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment