৭ দফা দাবীতে শাবি উপাচার্য বরাবরে শিবিরের স্মারকলিপি

Monday, February 3, 2014

আমাদের সিলেট ডটকম:

শাখা শিবিরের ১৪ নেতাকর্মীদের উপর সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার ও গত ২৬ জানুয়ারী ছাত্রলীগ কর্তৃক পুড়িয়ে দেয়া মোটর বাইকের ক্ষতিপূরণসহ সাত দফা দাবীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুইয়া বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেন শিবির নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উলে­খিত দাবীসমূহ: অবিলম্বে শিবির নেতা-কর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে, গত ২৬ জানুয়ারী বিকাল ২.৩০ ঘটিকায় সংগঠিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও পুড়িয়ে দেওয়া মোটর সাইকেলের ক্ষতিপূরণ দিতে হবে, চেতনা ৭১ এর নামফলক ভাঙ্গার মিথ্যা মামলা ও গত ২৬ জানুয়ারী সংঘটিত ঘটনায় দায়েরকৃত সব মিথ্যা মামলা ৭ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে, ২৬ জানুয়ারী ঘটনায় সাথে জড়িত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে, ১১ জানুয়ারি ২০১২’র ঘটনায় ক্ষতিপূরণ ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বৈধ ছাত্রদের হলে পূনর্বাসনের ব্যবস্থা করতে হবে ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের মেস ও বাসা-বাড়িতে পুলিশি তল্লাশির নামে ভাংচুর, লুটপাঠ ও গ্রেফতার বাণিজ্য বন্ধ করতে হবে।

এ সময় স্মারকলিপির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.হিমাদ্রী শেখর রায় এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম দীপুর দপ্তরে প্রেরণ করে শাখা ছাত্রশিবির নেতৃবৃন্দ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License