সিলেটে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন ২৬ জন চেয়ারম্যান ভাইস চেযারম্যান প্রার্থী
নিজস্ব প্রতিবেদক : প্রথমদফা উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের ৬টি উপজেলায় ২৬ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
সোমবার ৩ ফেব্রুয়ারি নির্ধারিত দিনে তারা রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহারের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ১৪ জন ও পুুরষ ভাইস চেয়ারম্যান পদে ১২ জন। তবে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আবু জাফর মো. রায়হান, মো. নিজাম উদ্দিন খান, ইশতিয়াক আহমদ চৌধুরী, ইসমাইল হোসেন সেলিম ও শফিকুর রহমান।
জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে সিরাজ উদ্দিন আহমদ, ফয়েজ আহমদ বাবর, আব্দুর মতিন ও মুহিবুল হক এবং ভাইস চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন ও রণেন্দ্র চৌধুরী দুলাল
গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে : আনোয়ার হোসেন ও ফারুক আহমদ এবং ভাইস চেয়ারম্যান পদে গোলাম আম্বিয়া কয়েস, গোলাম কিবরিয়া সাত্তার, ফয়সল আহমদ, মঞ্জুর আহমদ ও শাহাব উদ্দিন
কোম্পানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আমিনুল হক ও মকবুল আলী।
বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে ফখরুল আহমদ মতসিন এবং ভাইস চেয়ারম্যান পদে কয়সর উদ্দিন।
গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে সিদ্দিকুর রহমান ও মজির উদ্দিন এবং ভাইস চেয়ারম্যান পদে আব্দুল হান্নান ও কবির আহমদ।
No comments:
Post a Comment