তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের দিকে জাতি চেয়ে আছে – শিক্ষামন্ত্রী

Tuesday, February 4, 2014

আমাদের সিলেট ডটকম:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের দিকে জাতি চেয়ে আছে। সকলের প্রত্যাশা তোমরা আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হয়ে একদিন বহিঃর্বিশ্বে নেতৃত্ব দিবে। তিনি বলেন, শুধু পূজা-অর্চনা করলে চলবে না। মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য দেশের কতিপয় শিক্ষার্থীদের কারণে আজ ভ‚লুন্ঠিত হচ্ছে। তা আমরা মেনে নিতে পারিনা। কারণ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এবং ছাত্র সমাজের হাত ধরে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সফলতা এসেছে। তিনি বলেন, সন্ত্রাসী যেই হোক তার কোন দল নেই, সে সন্ত্রাসী হিসেবে সমাজে ঘৃণিত।

মঙ্গলবার রাতে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে সনাতন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী কলেজে এসে পৌছলে অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক তারিকুল ইসলামসহ শিক্ষক নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় শিক্ষামন্ত্রীর সাথে ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সহ সভাপতি আলহাজ নাজিম উদ্দিন, সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক মো. জামাল হোসেন, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাছুম আহমদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল,রাগীব মাহমুদ তাপাদার, এমসিন উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক কেএইচ সুমন, সহ সভাপতি কাওছার আহমদ, উপজেলা যুবলীগ নেতা জাকারিয়া মাহমুদ, ছাত্রনেতা কলিম উদ্দিন, কামরুল খান প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License