দেশ ও দেশের মানুষকে ভালো না লাগলে পাকিস্তানে চলে যান : খালেদা জিয়াকে নাহিদ
এ টি এম তুরাব, বিয়ানীবাজার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবেন না। এই দেশ ও দেশের মানুষকে ভালো না লাগলে পাকিস্তানে চলে যান। সমাদরে সেখানে ঠাঁই পাবেন।
বুধবার ৫ ফেব্রুয়ারি বিকেলে বিয়ানীবাজার উপজেলার পুরুষপাল ওয়াছিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
শিক্ষা মন্ত্রী বলেন, ক্ষমতায় গিয়ে দায়িত্ব গ্রহণ করেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হই। এ জন্য নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এরপরও বর্তমানে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি অনেক কমেছে।
আওয়ামী লীগ নেতা আব্দুল কাহির ফজলুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা রেজাউল আলম অপুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবুল ইসলাম, মাথিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন ও ছাত্রলীগ নেতা জাকির হোসেন।
No comments:
Post a Comment