আমাদের সিলেট ডটকম:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
একাডেমিক কাউন্সিলের সদস্য ড. সাজেদুল করিম ও ড. গোলাম আলী হায়দার এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা আজ সকালে ভিসি ড. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে শুরু হয়েছে। সভা সূত্রে জানা গেছে, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়ার পর পরীক্ষার নতুন তারিখ ঘোষণার জন্য সভায় আলোচনা চলছে।
গুচ্ছ পদ্ধতিতে যশোর বিশ্ববিদ্যালয়ের সাথে এক যোগে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সিলেট জুড়ে ব্যাপক ক্ষোভে সৃষ্টি হলে ইতোপূর্বে কর্তৃপৰ পরীৰা স্থগিত ঘোষণা করে। এ পদ্ধতি বাতিলের প্রতিবাদে ইতোপূর্বে বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেন ড. জাফর ইকবাল ও তার স্ত্রী ড. ইয়াসমিন হক। পরবর্তীতে তাঁরা পদত্যাগপত্র প্রত্যাহার করেন।
শাবি‘র গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীৰা বাতিল
Wednesday, February 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment