দিনাজপুরে নিগমানন্দ আশ্রমে দুর্ধর্ষ ডাকাতি ॥ প্রশাসনে চলছে ব্যাপক তোলপাড়
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় নিগমানন্দ আশ্রমে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নিয়ে গেছে, ল্যাপটপ, আইপিএস ও কাঁসা-পিতলের থালাবাসনসহ নানা প্রকার আসবাবপত্র। এদিয়ে প্রশাসনে ব্যাপক তোলপাড় চলছে।
বৃহস্পতিবার ভোর পৌণে ৪টায় কাহারোল উপজেলার গড় নূরপুর এলাকার অবস্থিত নিগমানন্দ আশ্রমে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই আশ্রমের অধীনে রয়েছে, দাতব্য চিকিৎসালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও অনাথ আশ্রম। নিগমানন্দ আশ্রমের ফাদার নন্দ দুলাল চক্রবর্তী জানান, ১৫/১৬ জন মুখোশপরা ডাকাত প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। ডাকাতির পর ডাকাতরা দরজা ভেঙ্গে বাইরে চলে যায়।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনাবেবরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
No comments:
Post a Comment