সিলেটে ক্রীড়া সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ সাংবাদিকতার ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিম বলেছেন, সিলেটে ক্রীড়া সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ এ অঞ্চলের দেড়শ বছরের সাংবাদিকতার ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে সংযোজিত হবে।
আগ্রহী নারীদের জন্যে সিআইপি (সেন্টার ফর ইমপ্রুভমেন্ট অব প্রেস) আয়োজিত ক্রীড়া সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মাহিউদ্দিন আহমদ সেলিম বলেন, সিলেট যে খেলাধুলায় এগিয়ে যাচ্ছে তার আরো একটি উদাহরণ এই প্রশিক্ষণ। এর মধ্যে দিয়ে সিলেটে নারী সাংবাদিকরা নতুন কিন্তু অত্যন্তু গুরুত্বপূর্ণ একটি জগতে পা রাখছেন।
শনিবার ৮ ফেব্রুয়ারি বিকেলে মহানগরীর কাজী ইলিয়াসে দৈনিক উত্তরপূর্বর সভাকক্ষে দুদিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সিলেট শাখার সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও দৈনিক সমকালের ব্যুরো প্রধান চয়ন চৌধুরী।
No comments:
Post a Comment