আমাদের সিলেট ডটকম:
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের মাঠকে মিনি ষ্টেডিয়ামে পরিণত করার কাজ শুরু হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী শাহারপাড়া ডেভলপমেন্ট এসোসিয়েশনের অর্থায়নে এলাকার ক্রীড়া চর্চ্চাকে এগিয়ে নিতে শাহারপাড়া গ্রামের ফুটবল খেলার মাঠকে মিনি ষ্টেডিয়ামে রূপান-রের উদ্যোগ নেয়া হয়।
শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ৩০ লাখ টাকা ব্যয়ে মাঠের মাটি ভরাট কাজের উদ্বোধন করেন গ্রামের প্রবীন সমাজসেবী আলহাজ্ব হাছন মিয়া কামালী। এসময় শাহারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান কামালী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, শাহারপাড়া গ্রামের প্রবীন সমাজসেবী হাজী মোঃ খালিছ মিয়া কামালী, জিলু মিয়া কামালী মালদার, আব্দুল কাইয়ুম লুলু কামালী, শাহারপাড়া ডেভলপমেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট মুজাহিদ হোসেন কামালী, সাবেক ছাত্র নেতা বদরুল কামালী, ছাত্রলীগ নেতা আমিনুল কামালী বক্তব্য রাখেন।
শাহারপাড়া ডেভলাপমেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট মুজাহিদ হোসেন কামালী জানান, দেড় কোটি টাকা ব্যয়ে শাহারপাড়া ডেভলপমেন্ট এসোসিয়েশনের অর্থায়নে শাহারপাড়া গ্রামের মাঠকে মিনি ষ্টেডিয়ামে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ৩০ লাখ টাকা ব্যয়ে মাঠের মাটি ভরাট কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এ মাঠকে মিনি ষ্টেডিয়ামে পরিণত করা হবে।
তিনি জানান, শাহারপাড়া ডেভলপমেন্ট এসোসিয়েশন স্পোর্টস একাডেমি গঠন করে এলাকার খেলাধূলার মানকে এগিয়ে নিতে কাজ করার পাশাপাশি এতিমদের কল্যাণে কাজ করবে। এছাড়াও ইংরেজি শিক্ষার অগ্রগতিতে ভূমিকা রাখবে।
জগন্নাথপুরের শাহারপাড়া গ্রামে প্রবাসীদের উদ্যোগে নির্মিত হচ্ছে মিনি ষ্টেডিয়াম ৩০ লাখ টাকা ব্যয়ে মাঠি ভরাট কাজ শুরু
Friday, February 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment