তৃতীয় দফায় সিলেট বিভাগের ৪ উপজেলাসহ ৮৩ উপজেলায় নির্বাচন : ভোট হবে ১৫মার্চ

Thursday, February 6, 2014

আমাদের সিলেট ডটকম:

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় সিলেট বিভাগের ৪ উপজেলাসহ দেশের ৮৩ উপজেলায় ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ মার্চ এই ৮৩ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বৃহষ্পতিবার বিকেলে রাজধানীতে নির্বাচন কমিশন কার্যালয়ে তৃতীয় দফা নির্বাচনের এই তফসিল ঘোষণা করেছেন। তিনি জানান, ৪র্থ ও ৫ম ধাপে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অবশিষ্ট উপজেলাগুলোর তফসিল এ মাসেই ঘোষণা করা হবে।

১৫ মার্চ সিলেট বিভাগের যেসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- সুনামগঞ্জের জামালগঞ্জ, সিলেটের ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা এবং মৌলভীবাজারের বড়লেখা।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ ফেব্রুয়ারী, যাচাই বাছাই ১৭ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ২৪ ফেব্রুয়ারী।

যে ৮৩ উপজেলায় আগামী ১৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- ঠাকুরগাঁও জেলার হরিপুর, দিনাজপুরের সদর ও নবাবগঞ্জ, নীলফামারীর সদর, লালমনিরহাটের আদিতমারী, কুড়িগ্রামের সদর, রৌমারী ও চিলমারী, গাইবান্ধার সদর ও সাদুল¬াপুর, জয়পুরহাটের আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জের সদর, ভোলাহাট ও শিবগঞ্জ, নওগাঁর মান্দা, পোরশা ও ধামইরহাট, রাজশাহীর গোদাগাড়ি, চারঘাট ও দুর্গাপুর, চুয়াডাঙ্গার দামুরহুদা, যশোরের মনিরামপুর, নড়াইলের লোহাগড়া, বাগেরহাটের সদর, মোড়েলগঞ্জ, রামপাল, মংলা ও শরণখোলা, খুলনার পাইকগাছা, সাতক্ষীরার কালিগঞ্জ, ভোলা সদর, বরিশালের মুলাদী, হিজলা ও বাবুগঞ্জ, পিরোজপুরের নেছারাবাদ, জামালপুরের দেওয়ানগঞ্জ, শেরপুরের শ্রীবর্দী, ময়মনসিংহের ফুলবাড়ীয়া, গৌরীপুর, মুক্তাগাছা, ফুলপুর ও ধোবাউড়া, নেত্রকোনার সদর ও মোহনগঞ্জ, কিশোরগঞ্জের সদর, কুলিয়ারচর ও হোসেনপুর, গাজীপুরের শ্রীপুর, ফরিদপুরের সদর, আলফাডাঙ্গা ও সদরপুর, চরভদ্রাসন, ভাঙ্গা ও মধুখালী, গোপালগঞ্জের টুংগীপাড়া, শরীয়তপুরের সদর ও নড়িয়া, সুনামগঞ্জের জামালগঞ্জ, সিলেটের ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা, মৌলভীবাজারের বড়লেখা, টাঙ্গাইলের ধনবাড়ী ও দেলদুয়ার, কুমিল¬ার নাংগলকোট, হোমনা, বুড়িচং, চৌদ্দগ্রাম, ব্রাহ্মণপাড়া, তিতাস, চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ, নোয়াখালীর সেনবাগ, ল²ীপুরের কমলনগর, চট্টগ্রামের চন্দনাইশ ও সীতাকুন্ড, রাঙ্গামাটির বরকল, বাঘাইছড়ি ও কাউখালি, মানিকগঞ্জের ঘিওর, ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর, ফেনীর দাগনভূঁইয়া এবং বান্দরবান জেলার বান্দরবান সদর ও আলী কদম।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License